কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন পাটিচরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এস এম সবেদুল ইসলাম রণিকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।  সুরমা মাল্টপারপাস কো-অপারেটিভ সোসাইটির উৎদ্যোগে শনিবার (৮ জানুয়ারী) দুপুরে এই সম্বর্ধনা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের ডিজিএম ডা: ফেরদৌস হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠিত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কায়েস উদ্দিন, পৌর কাউন্সাসিলর ফাতেমা বেগম, সাবেক পৌর কাউন্সিলর সোহেল রানাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় সুরমা মাল্টপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবনির্বাচত চেয়ারম্যান এম সবেদুল ইসলাম রনি  সুরমা মাল্টপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক।