বিনোদন ডেস্ক/S.H:

 

গতকাল রবিবার ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার নিজের ফেসবুকঅ্যাকাউন্টে জানান তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে হয়েছে। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে করা এই পোষ্টে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন। রাতে এই অভিনেত্রী নিজের বনানী বাসভবনে সামনে সংবাদ সম্মেলনে ডাক দিয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরে ন্যায় বিচার দাবি করেন।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সৌন্দর্য ও অভিনয় দিয়ে তিনি খুব অল্পসময়ের খ্যাতি অর্জন করেন। রূপালী পর্দায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয়েছে বলে জানান অভিনেত্রী নিজে। রবিবার সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে মা সম্বোধন করে পরীমনি জানান, “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ ও হত্যার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এই বিচার কোথায় চাইব? কে করবে সঠিক বিচার?”

এরপর সংবাদ সম্মেলনে তিনি আরও জানান ১০ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমি সঙ্গে তিনি আশুলিয়ার একটি ক্লাবে যায়। সেখান মদ্যপানরত কয়েকজন লোকের সাথে পরিচয় করিয়ে দেন অমি। তাদের মধ্যে একজন হঠাৎ পরীমনিকে জোর করে মদ্যপান করাতে চায় এবং তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করেন। এইসময় তারা পরীমনিকে ও তার রূপসজ্জাশিল্পী জিমিকে মারধর করেছে বলে অভিযোগ করেন। এই বিষয়ে  অনেকেই জানালে কেউ তার সাহায্য এগিয়ে আসেনি বলে জানান পরীমনি। ১৪ জুন সোমবার পরীমনি ভোরে রূপনগর থানায় ঔ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। এই সময়ে রূপনগর থানার এসআই ফারুক জানান তারা অভিযোগটি সাভার থানার নিকট হস্তান্তর করছেন এবং পরীমনি এরসুষ্ঠু বিচার পাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *