আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে সিন্ধু নদীতে বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে নারী-শিশুসহ ২০ জন নিহত হয়েছে। গতকাল সোমবার (১৮ জুলাই) নৌকাটিতে শতাধিক যাত্রী নিয়ে এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

সরকারের এক বিবৃতিতে জানা যায়, সাদিকাবাদ জেলার সিন্ধু নদীতে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ডুবে যায়। যাত্রীদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। প্রায় ৯০ জনকে ডুবুরিরা উদ্ধার করেছে। যাত্রীরা সবাই পরস্পরের আত্মীয়-স্বজন ছিল এবং তারা নদীর ওপারে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।

স্থানীয় সরকারি কর্মকর্তা আসলাম তাসলিম স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, পাঞ্জাব প্রদেশের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণের সাদিকাবাদ জেলায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের বেশির ভাগই নারী। তবে নৌকায় ঠিক কতজন লোক ছিল, তা নিশ্চিত করা যায় নি।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।