আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের জালালপুর পিরওয়ালা জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সাথে তেলের ট্যাংকারের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে মুলতান-সুক্কুর মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৪টার দিকে মোটরওয়েতে বাস ও তেল ট্যাংকারের সংঘর্ষে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ যাত্রী নিহত হন। এ ঘটনার পর মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ২ জন হাসপাতালে মারা যায়। বাসটিতে চালক ও হেলপারসহ ২৬ জন ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচিতে যাচ্ছিলেন।
মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল সুপার ডা. আমজাদ চান্দিও বলেন, আহতদের মধ্যে ৪জনকে প্রাথমিকভাবে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালের মর্গে ২০টি মৃতদেহ রাখার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি, মুলতানের কমিশনারের কাছে ঘটনার প্রতিবেদন চেয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ঘটনার সবদিক তদন্ত করা উচিত এবং দায়ীদের চিহ্নিত করা উচিত।
উল্লেখ্য, গেল ১৪ আগস্ট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নগরীতে মালবোঝাই ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে ১৩ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।