অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিশাল আকৃতির পাকুড় গাছে উঠে পড়েন মানসিক ভারসামহীন যুবক বেড়াকাটু (৩৫)। স্থানীয়রা তাকে গাছে উঠতে নিষেধ করলেও তা না শুনে মগডালে উঠে একটি মোটা ডালের উপর শুয়ে পড়েন তিনি। এ সময় ওই যুবক গাছ থেকে পড়ে যাবে এই আতঙ্কে স্থানীয়রা আহাজারী করতে থাকেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের বিশাল আকৃতির পাকুড় গাছে। মানসিক ভারসামহীন বেড়াকাটু উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে তার পিতার নাম জানা যায়নি।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল জানান, অনেক অনুরোধ করেও ওই যুবককে গাছ থেকে নামানো যায়নি। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। খবর পেয়ে স্টেশন অফিসার আহসান হাবীবের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম ঘটনাস্হলে পৌছে। তারা প্রায় আধা ঘন্টা অভিযান চালিয়ে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে উদ্ধার করেছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।