স্পোর্টস ডেস্ক /S.H:

২২ জুন রাতে পাকিস্তান সুপার লিগের ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি। ইসলামাবাদকে আট উইকেটে হারিয়ে ফাইনালে মুলতানের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার।

আবুধাবির মাঠে গতকাল মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ও পেশোয়ার। টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৪ রান করেন শাদাব খানের দল। ম্যাচের শুরুতে কলিন মুনরো ছাড়া কেউই মাঠে টিকে থাকতে পারেনি। কেউ আউট হয়েছে ১৮ রানে তো কেউ আউট হয়েছে ১ রানে। কলিন মুনরো ২৯ বলে করেন ৪৪ রান। অধিনায়ক শাদাবের ব্যাট থেকে আসে মাত্র ১৬ বলে ১৫ রান। ইসলামাবাদ দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হাসান আলী। তার ঝড়ো ইনিংসে ইসলামাবাদ ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরটি গড়ে তুলতে পারেন। ১৬ বলে ৫ টি চার ও ৩টি ছক্কা মারেন হাসান আলী। দলের হয়ে ১১ বলে ১৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ ওয়াসিম। পেশোয়ারার হয়ে দু’টি করে উইকেট নেন অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও উমাদ আসিফ। একটি করে উইকেট পান মোহাম্মদ ইরফান, মোহাম্মদ ইমরান এবং আমাদ বাট।

জবাবে মাঠে নেমে শুরুতেই আউট হয়ে যায় কামরান আকমাল। এরপর দলের লাগাম টেনে ধরেন হযরতউল্লাহ জাজাই ও জোনাথন ওয়েলস। এই জুটির দারুণ ইনিংসে পেশোয়ার পৌঁছে যায় জয়ের দার প্রান্তে। ১৪৪ রানে মাথায় উইকেট পড়ে যায় জাজাইয়ের। ৪৪ বলে ৬ টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন জাজাই। ৪৩ বলে ৫৫ রান করেন জোনাথন ওয়েলস। জাজাইয়ের আউটের পর মাঠে নামেন শোয়েব মালিক। ১০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ রানের দারুণ এক  ইনিংস খেলেন তিনি। মাত্র দুই উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখেই ফাইনালে টিকিট পেয়ে যায় পেশোয়ার। ইসলামাবাদের হয়ে ১ টি করে উইকেট পান হাসান আলী ও মোহাম্মদ ওয়াসিম। আগামী কাল ২৪ জুন শিরোপা জয়ের লক্ষ্যে মুলতান সুলতান্স বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *