বিনোদন ডেস্ক /S.H:

শনিবার ফুটফুটে ছেলে সন্তানের মুখ দেখলেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল। নিজেই প্রথম সন্তান আগমনের খুশি সংবাদ জানিয়েছেন শ্রেয়া।

ছেলেবেলার বন্ধু শিলাদিত্যের সাথে বিয়ের পিরিতে বসেন শ্রেয়া। বিয়ের জয় বছর পরে প্রথম সন্তান মুখ দেখলেন এই দম্পতি। ভালোবেসে সন্তানের নাম আগেই ঠিক করে রেখে ছিলেন শ্রেয়া ও শিলাদিত্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়া লিখে ছিলেন ” আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সাথে খবরটা ভাগ করতে পেরে আমি ও শিলাদিত্য দুজনেই আনন্দিত।”
গতকালও শ্রেয়া নিজের অনুভূতির কথা ভক্তদের জানিয়ে লিখেছেন “আজ দুপুরে স্রষ্টা আমাদের সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন, একটি ফুটফুটে ছেলে। এটি অন্যরকম অনুভূতি যা আগে কখনও হয়নি। আমরা সবাই খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের ছোট সদস্যকে আর্শীবাদ ও ভালোবাসা দেওয়ার জন্য। শ্রেয়া ও ছেলে দুজনেই সুস্থ আছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *