তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের পঞ্চাশতম বিজয় দিবস। বিজয়ের সুবর্নজয়ন্তী। দিনটি পালন করছে সারাদেশের জনগণ। ইতিমধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান মালায় মৌলভীবাজার জেলা বাসী দিনটি পালন করছে। চলছে বিজয় র‌্যালি, মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গান, আবৃত্তি, জমকালো আতসবাজি, পথ নাটকসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ তারিখ দিনের শুরুতে, ভোর ৬টা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভায় অবস্থিত শহীদ মিনারে শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের আয়োজনে পুস্পস্তবক, মুক্তিযোদ্ধা ইউনিটের পুষ্পস্তবক অর্পণে, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সংঘটনের পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর বিভিন্ন রাজনৈকিত সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দফতরসহ অন্যান্য সরকারি দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভায় অবস্থিত শহীদ মিনারে। পৌর প্রেসক্লাবের পক্ষ থেক  পুস্পস্তবক অর্পণ করেন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য ও শ্রীমঙ্গল থানা পুলিশের দল।