তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মৌলভীবাজার জেলা প্রশাসক, মীর নাহিদ আহ্সান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷

পরিদর্শনকালে সম্মানিত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাসের বিরতির পর শ্রেণী কার্যক্রম শুরু হওয়া প্রাইমারী স্কুলের শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত করার জন্য স্কুলগুলোর গৃহীত উদ্যোগসমূহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং স্কুলের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া দীর্ঘ বিরতির পর শুরু হওয়া শ্রেণী কার্যক্রম শিশুদের মনন ও মেধার বিকাশের জন্য  সুষ্ঠু ও সুন্দরভাবে পাঠদানের জন্য কতৃপক্ষেকে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *