সিএনবিডি ডেস্কঃ গত ২৫ শে মার্চ ২০২২ ইং তারিখে রাত ১০ টায় ফটিকছড়ির গোপাল ঘাট্টায় লেলাং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ও উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী জকু ও ফাহাদ মুহুরির ব্যাবস্তাপনায় ২৫শে মার্চ ১৯৭১ এ বর্বর পাক বাহিনীর হাতে নিহত হওয়া শহীদদের স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরি।
সভাশেষে উপস্থিত নেতা কর্মীরা গোপাল ঘাট্টা উচ্ছ বিদ্যালের মাঠে শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ২৫শে মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরন করেন এবং শহীদদের আত্মার মাগফিরেত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লেলাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ নেতা নাদের খান, মাওলানা জাহাঙ্গীর, শাহরিয়ার সাজু, বাহাদুর চৌধুরী আবীর, জাকারিয়া চৌধুরী জকু, জাহেদুর রহমান ও ফাহাদ মুহুরি সহ অনেকে।