অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের (বিপি) জন্মদিন পালিত হয়েছে। ১৮৫৭ সালের এই দিনে স্কাউটের প্রতিষ্ঠাতা মানবতাবাদী লর্ড স্টীভেনশন স্মীথ ব্যাডেন পাওয়েল জন্ম গ্ৰহন করেন। ২২ ফেব্রুয়ারী বুধবার তার জন্ম দিবস পালনের লক্ষে বাংলাদেশ স্কাউট ফুলবাড়ী উপজেলা শাখা বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
দুপুর ২টায় এ উপলক্ষে স্কাউটারদের একটি রেলি ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই।
এসময় বক্তব্য রাখেন-বাংলাদেশ স্কাউটের ফুলবাড়ী উপজেলা সম্পাদক আমিনুল ইসলাম, রোভার আক্কাছ আলী, রোকনুজ্জামান, পৌরব সরকার, স্কাউট নাভিন আহমেদ। পরে স্কাউটাররা ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালন করেন।