ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ  অভিযান চালিয়ে বিশেষ কায়দায় দুইটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ৮ কেজি গাঁজা পরিবহনকালে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে ।

পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খড়িবাড়ী-পাখির হাট সড়ক থেকে মোটর সাইকেল আরোহী ওই দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এসময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা হলেন, উপজেলার নাওডঙ্গা ইউনিয়নের বালাতারি গ্রামের আবু বক্করের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২)  এবং পূর্ব কুরুষা ফেরুষা গ্রামের হযরত আলীর ছেলে মো.সাইদুল ইসলাম(২৮)।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রউফ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃতদের কুড়িগ্রাম  জেলহাজতে পাঠানো  হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *