অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ।
আজ সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।