অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১২ মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারী লিটন মিয়া(২৬) কে ইয়াবা সহ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার(১৩ ফেব্রুয়ারি) রাত  আনুমানিক ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে অভিযান চালায়। এসময় কুটিচন্দ্রখানা- ফুলবাড়ী সড়কের উপর থেকে ০৯ পিস ইয়াবা ও মোবাইল ফোন সহ লিটনকে তারা হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১০ টি, নাগেশ্বরী থানায় ০১ টি ও লালমনিরহাট সদর থানায় ০১ টি সহ মোট ১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।