ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের লক্ষে সেবা গ্রহীতা ও সেবা দানকারীর অংশগ্রহণে মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা।

এসময় শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার শামসুজ্জামান সিদ্দিকী, মহিদেব যুব সমাজ কল্যান সংস্থার ফুলবাড়ী উপজেলা কো-অর্ডিনেটর ফজলুল হক বক্তব্য রাখেন।

সভায় সেবাদাকারী ও সেবাগ্রহনকারী উভয় পক্ষ ৪টি কমিউনিটি ক্লিনিকের সেবাদান ও সেবাগ্রহন করার জন্য স্কোরিং করেন এবং  তাদের সমস্যা, সীমাবদ্ধতা ও সেবার মান উন্নয়নের সুপারিশসমূহ তুলে ধরেন।