ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেল ও ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলার নাওডাঙ্গা পুলের পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মইনুল হোসেন (২৫) ও একই ইউনিয়নের দ: অনন্তপুর গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে হুমায়ুন কবির (২৭)।
পুলিশ জানায়, মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় গাঁজা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এসময় পুলিশ ওই মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহী নেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেফতার করে। পরে গাঁজা ও মোটরসাইকেল সহ তাদেরকে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।