ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে  সদস্যদের অভিযানে ০২ কেজি গাঁজাসহ  এক নারী মাদক ব্যবসায়ী  আটক হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু সংলগ্ন যতিন্দ্র নারায়ণ এলাকায় ফুলবাড়ি- বড়বাড়ি সড়কে অটোরিকশা তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক নারী মাদক ব্যবসায়ীর নাম শেফালী বেগম (৪০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের  গোরকমন্ডপ গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানান, শুক্রবার দুপুরে ধরলা সেতু এলাকায় বড়বাড়ি গামী ওই অটোরিকশাটি তল্লাশী করে ওই নারীর নিকট থেকে ০২ কেজি গাজা উদ্ধার করা হয়।

পরে ফুলবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।