ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী (সেল্প)’র আয়োজনে উপজেলা প্রশাসনের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এবং ব্র্যাক সেল্প কর্মসুচী কুড়িগ্রামের ডেপুটি ম্যানেজার শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, সাংবাদিক অলিউর রহমান নয়ন, হিন্দু বিবাহ রেজিষ্টার সুনীল চন্দ্র রায়,মুসলিম নিকাহ্ রেজিষ্টার আশরাফুল আলম, সেল্প
কর্মসুচীর ফুলবাড়ী উপজেলা সমন্বয়কারী নুরনাহার বেগম বক্তব্য রাখেন।