ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেঁজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্যকাশিপুর জায়গীরটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হোসেন আলী (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের লিকেজ থেকে কাপড় শুকানোর জিআই তারে বিদ্যুৎ সংযোগ হওয়ার বিষয়টি জানা ছিলনা হোসেন আলীর। বিকালে গোসল সেরে আঙ্গিনায় টাঙ্গানো জিআই তারে ভেঁজা কাপড় শুকাতে দেন তিনি। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।