ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৫ কেজি ৫শ গ্রাম গাঁজা সহ এক মাদক চোরাকারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার (২২ জানুয়ারি) রাত ১ টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া  জাকলাটারী এলাকা হতে তাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম রশিদুল ইসলাম (৩৩)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।