অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার ফরজ আলীর ছেলে শাহিনের বাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই মাদক চোরাকারবারীর নাম মিজানুর রহমান (৩০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেলের সিটের নিচে গাঁজা ফিটিং করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় দুইটি মোটরসাইকেলের সীটের নিচে গাঁজা প্যাকিংরত অবস্থায় পুলিশ মিজানুরকে হাতেনাতে আটক করে।
পরে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ আরও জানায়, আটক মিজানুরের বিরুদ্ধে পূর্বের একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, গাঁজাসহ আটক মিজানুরের বিরুদ্ধে শুক্রবার রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।