ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫২ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ ও ১৬ বোতল ফেনসিডিল সহ ৬টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি রহিদুল ইসলাম ওরফে অহিদুল (৩৫) কে আটক করেছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার যতিন্দ্রনারায়ন গ্রামে তার বসতবাড়ী তল্লাশি করে ওই মাদকগুলো উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের একটি অভিযানিক দল।  আটক অহিদুল ওই গ্রামের মৃত ছোলদার আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়  জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে রবিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *