অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপি যুব প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১টায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর আশ্রয়ণ প্রকল্প-২ এলাকায় যুব প্রশিক্ষন ও আত্নকর্মসংস্থান কর্মসূচীর আওতায় অপ্রাতিষ্ঠানিক এ প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ,ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম, মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান সহ ৩০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
এ প্রসঙ্গে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায় জানান, ৭ দিনের এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করলে ৩০ জন নারী পারিবারিকভাবে হাঁস-মুরগী পালন করে আত্নকর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।