কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ (২০১০ইং) বিদ্যাপীঠ কুরুষা ফেরুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হাসেন আলী।

এসময়  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসেন লুলু, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) মোছাঃ শাহিনা ফেরদৌস, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার, ৮ নং কুরুষা ফেরুষা ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মহসীন আলী, রেজাউল ইসলাম সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।