অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী  উদযাপনের উদ্দেশ্যে  নিবন্ধন -মোড়ক উম্মোচন করা হয়েছে।

আরও পড়ুনফুলবাড়ীতে সমলয়ে বোরো চাষাবাদ কর্মসুচীর উদ্বোধন

বুধবার বিকাল ৩টায় কলেজ মাঠে নিবন্ধন মোড়ক উম্মোচন করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আমীর আলী মিয়া, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ১৯৭৩ প্রথম ব্যাচের ছাত্র বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বাদশা, বীর মুক্তিযোদ্ধা নুরল হুদা দুলাল ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। এসময় কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাষ্টার, সদস্যবৃন্দ, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, শিক্ষক মন্ডলী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী বৃন্দ, সুধীজন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।