অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের অভিযানে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটককৃত ওই চোরাকারবারির নাম সাইদুল হক (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গজেরকুটি গ্রামের আব্দার আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সদস্যরা আব্দার আলীর বাড়িতে অভিযান চালান। এসময় বাড়ী বাহির উঠানে গরুকে খড় খাওয়ানোর বেড়ের ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করে তারা সাইদুল হককে আটক করেন।

কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা সহ আটক সাইদুল হকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।