আন্তর্জাতিক ডেস্কঃ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর গালে আবারও চড় মারা হয়েছে। গত রোববার  (২০ নভেম্বর) একটি ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা মেহর এ ঘটনা জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন হেঁটে কোথাও যাচ্ছিলেন, তখন জলপাই-সবুজ রঙয়ের টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারছেন। ক্লিপটিতে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীকেও দেখা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁর নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই নারীকে টেনে সরিয়ে নিয়ে যায়।

https://twitter.com/Lukewearechange/status/1594463298262822912?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594463298262822912%7Ctwgr%5Ec4b61035ee2c2250a82a440eaacba10f856d6bbe%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.abnews24.com%2Finternational%2F211009%2FE0A6ABE0A787E0A6B0-E0A6ACE0A78DE0A6AFE0A695E0A78DE0A6A4E0A6BF-E0A686E0A695E0A78DE0A6B0E0A78BE0A6B6E0A787E0A6B0-E0A6B6E0A6BFE0A695E0A6BEE0A6B0-E0A6B8E0A6AAE0A6BEE0A69FE0A787-E0A69AE0A6A1E0A6BC-E0A696E0A787E0A6B2E0A787E0A6A8-E0A6ABE0A6B0E0A6BEE0A6B8E0A6BF-E0A6AAE0A78DE0A6B0E0A787E0A6B8E0A6BFE0A6A1E0A787E0A6A8E0A78DE0A69F

ঘটনার ফুটেজের বিষয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ম্যাক্রোঁ টেইন-ল’হার্মিটেজ শহরের একটি ছোট জমায়েতের দিকে যাচ্ছিলেন। ওই সপ্তাহে তিনি কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের নতুন শিথিলকরণের আগে খাদ্য ও রেস্তোরাঁ শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আর তখনই এ ঘটনা ঘটে।

ফুটেজে দেখা গেছে, যখন ম্যাক্রোঁ খাকি টি-শার্ট পরা লম্বা চুলের একজনের সঙ্গে কথোপকথন শুরু করতে যাচ্ছিলেন, হামলাকারী ফরাসী প্রেসিডেন্টের হাত চেপে ধরে তার গালে থাপ্পড় মারছে। এ সময় ওই ব্যক্তি ম্যাক্রোঁ প্রশাসনের জন্য অবমাননাকর শব্দ ব্যবহার করে চিৎকার করছিলেন।

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, হামলাকারীসহ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, গত বছরের ৮ জুন অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। ফরাসি নেতা যখন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল সফরে যান, তখন একজন ব্যক্তি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে চড় মেরেছিলেন।