আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এক টুইট পোস্টে জানান, স্থানীয় সময় গতকাল রোববার (৯ এপ্রিল) দুপুরে আল্পসের মন্ট ব্ল্যাঙ্কের একটি হিমবাহে এই তুষারধসের ঘটনা ঘটে।

স্থানীয় ডেপুটি মেয়র জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন পাহাড়ি পথপ্রদর্শক রয়েছেন। আর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এখনো দু’জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় রোববার দুপুরের দিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ১১ হাজার ফুট) উচ্চতায় আরমানসেট হিমবাহে তুষারপাতের ঘটনা ঘটে। হিমবাহটি চ্যামোনিক্সের প্রায় ৩০ কিলোমিটার (প্রায় ২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হউত-স্যাভোইয়ে অঞ্চলে অবস্থিত।

হউত-স্যাভোইয়ের স্থানীয় কর্তৃপক্ষের মুখপাত্র ইমানুয়েল কোকান্ড জানিয়েছেন, তুষারপাতের মাত্রা ব্যাপক ছিল।

এদিকে তুষারপাতে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে তুষারপাতের ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা তা খুঁজে বের করতে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি।