মো: জাহাঙ্গীর আলম (রাজশাহী): বগুড়ার শেরপুর উপজেলা রিসার্স সেন্টারের (ইউআরসি) আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণের বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা রিসোর্স সেন্টার হলরুমে শুভ উদ্বোধন করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর ধুনট) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত জাতি গড়ার জন্য এবং আগামীতে বর্তমান সরকারের অধীনে উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে বক্তব্য প্রদান করেন।
উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ সায়েদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, পৌর কাউন্সিলন বদরুল ইসলাম পোদ্দার ববি, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
উপজেলা রিসোর্স সেন্টার সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষকদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।