মোঃ জাহাঙ্গীর আলম, রাজশাহী  প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

আজ ২১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৫ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৫টার দিকে বগুড়াগামী যাত্রীবাহী (এস আর পরিবহন) বাস ও ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।

বগুড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারি পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট অভিযান চালিয়ে আটকে পড়া আরো ১০জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *