নূর মোহাম্মাদ সম্রাট, বগুড়াঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক মোতাহার হোসেন (৪০)।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে বগুড়া-নওগাঁ সড়কে আদমদীঘি উপজেলার শিবপুর বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমিন (৩২)।

স্বজনরা জানান, আল আমিন ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির দিকে ফিরছিলেন। পরে রাত ৯টার দিকে অটোরিকশা শিবপুর বাবলাতলা এলাকায় পৌঁছলে নওগাঁ ছেড়ে আসা বগুড়াগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যাত্রী আল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন রিকশাচালক মোতাহার হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *