জোবায়ের আহমেদ, বগুড়া: বগুড়া শেরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়। ৩১ আগস্ট (বুধবার) বেলা ১১ টায় উপজেলার সুঘাট ও খানপুর ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে চলা বাঙ্গালী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে ১০২ টি চায়না দুয়ারী জাল ও ৫০০ টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের মালিক পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

বগুড়া শেরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়। ৩১ আগস্ট (বুধবার)

শেরপুর থানার এএসআই মোঃ আব্দুল আজিজের সার্বিক সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ মাসুদ রানা সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সব মিলিয়ে প্রায় সাড়ে ৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

এ বিষয়ে মৎস অফিসার মাসুদ রানা সরকার বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।