তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন বলেছেন, অর্থসংকটের কারণে যাতে কোন কৃষকের ফসল ফলাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য তিনি ওইসব কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন ও যুবলীগ নেতা মাসুম আজিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুজ্জামান বিন হাফিজ, সাংবাদিক কর্মী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, কৃষক লালই মিয়া, আব্দুর রশিদ, মনোয়ারা বেগম প্রমুখ।