ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির সাওপাওলো রাজ্যের সাও সেবাস্তিও শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের পর বহু বাড়ি ভেসে গেছে। নিহতদের মধ্যে শুধু সেবাস্তিও শহরেই ৩৫ জন এবং পার্শ্ববর্তী একটি শহরে এক শিশু মারা যান।
ব্রাজিলের আবহাওয়া অফিস বলছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দেশটির সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু করতে বেশ কয়েকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।