বিনোদন ডেস্ক / S.H:

সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বলিউডের উপর। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বলিউডের জনপ্রিয় সব তারকাদের নির্লজ্জের মত মালদ্বীপ ঘুরে বেড়ানো ছবি যেখানে ভারতে চলছে মহামারী। এতেই চোটেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

দিল্লিতে চলছে লাশের মিছিল। একটি মুহূর্তে জন্যেও থামছে না শ্মশানের চিতার আাগুন। চলছে কবরের উপর কবর দেওয়া। কিন্তু সব কিছুই যেনো তামাশা হয়ে গেছে বলিউডের জন্য। বলিউডের বাদশাহ যার প্রতি সিনেমায় থাকে দেশপ্রেম ও মানবতার গল্প সেই শাহরুখ খান নিজের পরিবারকে পাঠিয়েছেন নিউইয়র্কে। অপূর্ব সুন্দর দেশ মালদ্বীপের সৌন্দর্য দেখতে গেছে এই সময়ের অন্যতম কাপল আলিয়া ভাট- রণবীর কাপুর ও দিশা পাটানি- টাইগার শ্রফ। একি স্রোতে গা ভাসিয়েছে শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, জাহ্নবী কাপুর সহ মাধুরী দীক্ষিতের মত তারকারা। তাই নিজের সহকর্মীদের কান্ডজ্ঞানহীন কাজের সমালোচনা করেছেন এই ভার্সেটাইল অভিনেতা। নওয়াজ বলেন মানুষের এই আর্তনাদ মুহূর্তে তারা কীভাবে মালদ্বীপ ভ্রমণের আমোদ-প্রমোদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়? তারা কি মানবতাবোধ হারিয়ে ফেলেছে? তিনি আরও বলেন “আপনারা আনন্দ করতে গেছেন তা করেন কিন্তু আপনাদের এই সব ছবি যেনো পৃথিবীকে উপহাস করছে। তাই দয়া করে এইসব ছবি নিজেদের কাছে রাখুন।” তিনি জানিয়েছেন তিনি বর্তমানে নিজের গ্রামের বাড়ি বুধানাতে অবস্হান করছেন এবং নিজের দেশের মহামারীতে থাকতে চায় নিজের দেশের  মানুষের সাথে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *