সাবিক ওমর সবুজ, শাজাহানপুর, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বাঁশঝাড় থেকে  বাশেঁর সাথে ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবতী নারীর লাশ  উদ্ধার করে পুলিশ। গেল শনিবার সকাল  ১০.৩০  ঘটিকায় উপজেলার আশেকপুর ইউনিয়নের গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ে এক নারীর গলায় ফাঁস দেওয়া ঐ নারীর লাশ দেখতে পায় এলাকাবাসী। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ৷

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।