স্পোর্টস ডেস্ক/S.H:

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্রিকেটে বাঁশ দিয়ে ব্যাট তৈরির কথা জানান। তাদের মতে কাঠের ব্যাটের মূল্য বেশি হওয়ায় তারা এই ব্যাটের বিকল্প বাহির করার চেষ্টা করছিলেন। বাঁশ সেখানে বেশ স্বস্তা বিকল্প।
তাদের মতে বর্তমান ক্রিকেটে ব্যাটের তুলনায় এই ব্যাটের ‘সুইট স্পট’ অনেক বেশি ।এই ব্যাটের সুইট স্পট প্রায় ব্যাটের তলা পর্যন্ত রয়েছে ফলে ইয়র্কার বলেও ভালো শট খেলতে পারবেন ব্যাটসম্যানরা । তারা এও জানান ব্যাটসম্যানরা তাদের পছন্দের শট খেলতে পারবে সহজে এই ব্যাটে। বাঁশের ব্যাট কাঠের চেয়ে বেশি অনমনীয়, কঠিন ও শক্তিশালী কিন্তু কাঠের ব্যাটের তুলনায় এটি একটু ভঙ্গুর।

তবে ক্রিকেটে বাঁশের ব্যাটকে অসম্মতি জানিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসি ক্রিকেট আইনকানুন অভিভাবক সংস্থা । তাদের মতে এই ব্যাট হবে অবৈধ। ক্রিকেটের বর্তমান আইনে কাঠ ছাড়া অন্য কোনো কিছুর তৈরি ব্যাট দিয়ে খেলার সুযোগ নেই । মূলত এই ব্যাট আরও শক্তিশালী হওয়াটাই একটা বড় বিপত্তি বলে মনে করে এমসিসি। তারা তাদের এই বিবৃতিতে কাঠের ব্যাটের আইনী বাধ্যবাধকতার কথা তুলে ধরেন। পাশাপাশি তারা এও জানান বিভিন্ন সময়েই তারা পদক্ষেপ নিয়েছেন যাতে ব্যাট বেশি শক্তিশালী না হয়।
মূলত ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য যতটা সম্ভব ধরে রাখতেই ব্যাটের উপকরণ ও আকার নিয়ে তারা সতর্কতা পালন করেন বলে তারা জানান। তবে তারা স্বাগত জানিয়েছে ব্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *