সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশ ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে জিএসপি (অগ্রাধিকার বাজার সুবিধা) সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আজকের সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানিয়েছেন, দুই ধাপে ৩ বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। সে হিসেবে বাংলাদেশ প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
ব্রিটেন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী। বর্তমানে বাংলাদেশ-যুক্তরাজ্যের বছরে বাণিজ্যের পরিমাণ ৩ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ হাজার ২৪৯ কোটি টাকা)। যা অদূর ভবিষ্যতে আরো বাড়বে বলেও প্রত্যাশা করেছেন রবার্ট ডিকসন।
এছাড়া, বাংলাদেশে অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার।
তবে, আমলাতান্ত্রিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমম্বয়হীনতা, ট্যাক্সেশনে জটিলতা প্রভৃতি কারনে এখনো বিদেশি বিনিয়োগকারীরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন বলেও জানান তিনি।