বিনোদন ডেস্ক/S.H:
বলিউডের কিং শাহরুখ খানকে দেখে অভিনেতা হওয়ার স্বপ্ন অনেকেরই জাগে। তবে সেই তালিকায় নাম নেই বলিউডের বাদশাহর বড় ছেলে আরিয়ান খানের। মূলত বাবার কার্বন কপি হওয়া বাবার সাথে তার তুলনা হোক তা চায়নি আরিয়ান খান।
সম্প্রতি আমেরিকায় ফিল্ম মেকিং নিয়ে নিজের পড়াশোনা শেষ করেন আরিয়ান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্র্যাজুয়েশন গাউন পরা ছবি ভাইরাল যেখানে অবিকল বাবার মত দেখতে লাগছে পুত্র আরিয়ানকে। অনেক ভক্ত অপেক্ষা করছে কখন বলিউডে পা রাখবেন শাহরুখের কার্বন কপি। কিন্তু বাবার পথে হাঁটতে চায়না আরিয়ান খান। এক ইন্টারভিউতে শাহরুখ খান জানান আরিয়ান অভিনেতা হতে চায়না। সে চায়না বাবা কিং খানের সাথে তার তুলনা হোক। তাই অভিনেতা নয় পর্দার পিছনে কাজ করতে চায় আরিয়ান। তারই প্রস্তুতি চলছে আরিয়ান খানের। নিজের দেশ ও বলিউডের জন্য ভালো কিছু করবে বলে আশা করছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।