ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা ও তৎকালীণ রংপুর সেক্টর কমান্ডার  শহীদ কর্ণেল আফতাবুল ইসলামের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার বাদ আছর এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শহীদ কর্ণেল আফতাবুল ইসলাম উপজেলা সদরের চন্দ্রখানা গ্রামের মরহুম বয়জার আলী ব্যাপারীর ৭ ছেলেমেয়ের মধ্যে সবার ছোট। ফুলবাড়ীতে তিনি কর্নেল বুলবুল নামে পরিচিত। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮১ সালে এস.এস.সি ও ১৯৮৩ সালে এইচ.এস.সি পাশ করে সেকেন্ড লেফটেনেন্ট হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তাঁর স্ত্রী নাসিমা মোশারফ (বন্যা) বর্তমানে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ফার্ষ্ট সেক্রেটারী হিসাবে কর্মরত আছেন। একমাত্র  মেয়ে নুসরাত নওয়ার অরহা (১৫) মায়ের সাথে যুক্তরাজ্যেই থাকেন। শহীদ কর্ণেল আফতাবুল ইসলামের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি একদল বিপথগামী বিডিআর সদস্যের বিদ্রোহে সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার সাথে কর্ণেল আফতাবুল ইসলাম নিহত হন।