তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউপি অর্ন্তগত বিলাসছড়া চা বাগানে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ ঘটিকায় গোপন তথ্য অনুযায়ী এক অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ ১জনকে আটক করে জেলা গোয়েন্দা শাখা। বিলাসছড়া চা বাগানস্থ কাঠালবাড়ী ৩নং সেকশনে রাঙ্গিছড়া বর্ডার এলাকার যাওয়ার পথে ২নং ব্রিজের উপর থেকে ১০ (দশ) বোতল বিদেশি মদ জব্দ করে জকেশ দেববর্মাকে (২২) আটক করা হয়।

জানা যায়, হারপাছড়ার শম্বু রাম দেববর্মার ছেলে জকেশ দেববর্মা।

এর সত্যতা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে আসামিকে বিদেশি মদ সহ গ্ৰেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বি:দ্র: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান আছে এবং অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *