জাতীয় ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মোহাম্মদ সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হলেন। একমাত্র তাঁর মনোনয়ন ছাড়া অন্য কারো মনোনয়ন জমা পড়েনি নির্বাচন কমিশনে।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটা রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ফলে রাষ্ট্রপতি পদে তিনি একমাত্র প্রার্থী হওয়াই আর ভোটের প্রয়োজন হয়নি।