বিনোদন ডেস্ক/S.H:

শনিবার সকাল ১১ টায় বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে হলিউডের টারজান ছবি খ্যাত অভিনেতা জো লারার। তিনি একটি চাটার্ড বিমানে স্ত্রী সহ সাত জন নিয়ে ফ্লোরিডার পাল্ম বীচে ঘুরতে যায়। সেখান থেকে ফিরে আসার সময় দুর্ঘটনার শিকার হয় চাটার্ড বিমানটি।

১৯৬২ সালে আমেরিকার জন্ম গ্রহণ করে জো লারা। ১৯৮৮ সালে নাইট ওয়ারস সিনেমা দিয়ে হলিউডে পা রাখে জনপ্রিয় এই অভিনেতা। ১৯৮৯ সালে টারজান টেলিভিশন সিরিজ দিয়ে জনপ্রিয় হয়ে উঠে জো লারা। তিনি দাপটের সাথে অভিনয় করে গেছে অসংখ্য সিনেমা ও টেলিভিশন সিরিজে। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জো লারা। স্ত্রী সহ পরিবার লোকজন নিয়ে ফ্লোরিডার থেকে ফিরে আসার সময় নেশভাইল শহরে এক হ্রদে যাত্রী সহ ভেঙে পড়ে জো লারার চাটার্ড বিমানটি। ফেডেরাল অসামরিক বিমানব বাহিনীর দেওয়া তথ্য মতে জে লারা ও তার সাথে থাকা সকল যাত্রীদের মৃত্যু হয়। দমকল ও বিপর্যয় বাহিনীর প্রধান জানান তারা শুধু দেহগুলি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রিল লাইফের টারজানের মৃত্যু শোকে কাতর হলিউড প্রেমিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে নিয়ে টুইট করেছে। তার এই অকাল মৃত্যুর সংবাদ কাঁদিয়েছে তার কোটি ভক্তদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *