স্পোর্টস ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান’র আজ শুভ জন্মদিন। আজকের এই দিনে ৩৩ বছর পার করে ৩৪তম বর্ষে পা দিলেন ক্রিকেটার সাকিব। ১৯৮৭ সালের ২৪ মার্চে মাশরুর রেজা আর শিরিন শারমিনের ঘর আলোকিত করে জন্ম নেন ক্রিকেট বিশ্বের এই উজ্জ্বল নক্ষত্র।

পরিবারের প্রথম ও একমাত্র ছেলে হিসেবে পেয়েছেন বাবা-মার অফুরন্ত ভালোবাসা। বাবা মাশরুর রেজা একসময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন, সেকারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই। কিন্তু কিভাবে যে ক্রিকেটে চলে আসলেন তা এখন ইতিহাস।

সাকিব ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশিরের সাথে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের।

সাকিব আল হাসানের ক্রিকেটে অভিষেক হয় ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র একজন প্রাক্তন শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *