তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে উপজেলার আলীনগর ইউপি তিলকপুর পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ বিষধর ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় আলীনগর ইউপি তিলকপুর পূর্বপল্লীর একটি বাড়িতে ডিমসহ বিষধর গোখরা আছে এমন সন্ধান পায় বন বিভাগ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিতিতে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন পরিচালক সজল দেব, Stand For Our Endangered Wildlife টিম ( SEW )ফাউন্ডার তৌনুজাম খোকন সিংহ ও সোহেল শ্যাম এর সমন্বয়ে ১৫টি ডিমসহ সাপটি উদ্ধার করা হয়।

অক্ষত অবস্থায় সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে।

ডিমসহ সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বন্যপ্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বুধবার সন্ধ্যা ৬টার দিকে আমরা বন বিভাগ ও স্বেচ্ছাসবী টিম ১৫টি ডিমসহ একটি ‘খইয়া গোখরা’ সাপ উদ্ধার করি। সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করে ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *