মোঃ মোস্তাফিজুর রহমান, সিএনবিডি ডেস্কঃ যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের চাপায় সাংবাদিক লোকমান হোসেন রানা (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন।

নিহত সাংবাদিক লোকমান হোসেন রানা বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকার আব্দুর সামাদের ছেলে।

এর আগে, গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ব্যবসায়িক কাজ শেষে রানা মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার সময় বেনাপোল স্থলবন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে আজ ভোরে তিনি পথিমধ্যে মারা যান।

উল্লেখ্য, সাংবাদিক লোকমান হোসেন সিএন্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি ডিজিটাল বাংলা নিউজ’র যশোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তিনি বার্তা বাজার পত্রিকার বেনাপোল প্রতিনিধিও ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে ডিজিটাল বাংলা নিউজের পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

এছাড়া, সাংবাদিক লোকমান হোসেন এর অকাল মৃত্যুতে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পরিবারবর্গ গভীর শোক প্রকাশ করেছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *