ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ৯জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এরমধ্যে একজন নারীও রয়েছে। গত সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের মাদক দ্রব্য গুলোসহ আটক করে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালানো হয়। এসময় আশুগঞ্জ, খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে ও সরাইলের শাহবাজপুরে বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসব ঘটনায় আশুগঞ্জ, সদর ও সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *