আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধসে পড়ল ইন্দোনেশিয়ার জাকার্তা ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের বিশাল গম্বুজটি। গতকাল বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বুধবার বিকালে এই ঘটে বলে জানায় ইন্দোনেশিয়ার গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে মসজিদের গম্বুজ ভেঙে পড়তে দেখা গেছে। তবে কর্মকর্তারা বলেছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গম্বুজটি সংস্কারের সময় আগুনে ধ্বংস হয়ে যায়।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমে বলা হয়, অগ্নিনির্বাপক কর্মীদের স্থানীয় সময় বিকেল ৩টার কিছুক্ষণ পরেই আগুনের বিষয়ে অবগত করা হয় এবং অন্তত ১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, মসজিদের গম্বুজটি ধসে পড়ার ঠিক আগে থেকেই আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় ইসলামিক সেন্টারের সংস্কার কাজ চলছিল।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, পুলিশ আগুনের কারণ তদন্ত করছে এবং ভবনে কাজ করা ঠিকাদারদের জিজ্ঞাসাবাদ করেছে। মসজিদ ছাড়াও ইসলামিক সেন্টার কমপ্লেক্সে শিক্ষা, বাণিজ্যিক ও গবেষণার ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য,  প্রায় ২০ বছর আগে সংস্কারের সময় মসজিদের গম্বুজটিতে আগুন লেগেছিল। ২০০২ সালের অক্টোবরে আগুন নেভাতে পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।