মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী পৌর এলাকা জমিসংক্রান্ত বিরোধের জেরধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ভিংলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩২)।
নিহত এর স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার ছোট ভাই আলমগীর হোসেনের মনোমালিন্য চলছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তিভাগাভাগিও করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানায় দেয়াল উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই আলমগীর হোসেন উত্তেজিত হয়ে ছোট ভাই জাহাঙ্গীর আলমের পেটে ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)কমল কৃষ্ণ ধর বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যা সংঘটিত হয়েছে। এর বাইরে কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।