অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ভাতিজার হয়ে এসএসসির পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ওই শিক্ষার্থীর চাচা। গেলো রবিবার সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন সরকার রাজারহাট ইউপির হরিশ্বর তালুক গ্রামের বাসিন্দা। এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেন তার ভাতিজা।
পুলিশ সূত্রে জানা যায়, সিংঙ্গেরডাবরীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে রবিবার সকাল ১০টায় বাংলা পরীক্ষা শুরু হয়। হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল হোসেনের পরিবর্তে অংশ নেন তার চাচা সুমন সরকার। এ সময় প্রশ্নপত্র দেওয়ার আগে কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দ্র সচিব আরিফুল ইসলাম বাদী হয়ে সুমনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।